ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যালেঞ্জ আগামী ফেব্রুয়ারিতে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১ সেপ্টেম্বর ২০২৫  
চ্যালেঞ্জ আগামী ফেব্রুয়ারিতে: মির্জা ফখরুল

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিএনপির সামনে ‘চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, “আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে, ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সর্বাত্মক সহযোগিতা করা, সাহায্য করা।” 

সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সংস্কার কমিশনের প্রস্তাবগুলোতে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ৩১ দফা কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে মৌলিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ফখরুল বলেন, “জনগণের সমর্থনে ক্ষমতায় এলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।”

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন তিনি। 

গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, “বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে। দলকে নিশ্চিহ্ন করার জন্য দলের ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ১ হাজার ৭০০ নেতা-কর্মীকে গুম-খুন করা হয়েছে। এরপরও বিএনপি বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে।” 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়