ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২২ সেপ্টেম্বর ২০২৫  
বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। তবে ঠিক কী কারণে তারা যাচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির প্রতিনিধিদল ইসিতে যাবে।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুসফিক উস সালেহীন জানান, বিকেল ৪টায় নির্বাচন কমিশনে উপস্থিত হবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

দলীয় সূত্রে  জানা গেছে, প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন, দলীয় নিবন্ধন বা নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করতে পারে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়