ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে এনসিপি সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচনে এনসিপি সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে: নাহিদ

নাহিদ ইসলাম ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘আগামী নির্বাচনে এনসিপি সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে। আমাদের নির্বাচনি ইশতেহারে যাতে সকল সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে কাজ করব।’’

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌনে ৭টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সেখানে তিনি দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। 

আরো পড়ুন:

এনসিপির আহ্বায়ক বলেন, ‘‘এনসিপি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই, সেই দেশে সবার সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত হবে।’’ 

তিনি আরো বলেন, ‘‘সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে অনিরাপদ বোধ যাতে না হয়, সেই জন্য সকলে মিলে কাজ করতে হবে; সেই দায়িত্ব আমাদের সকলের।’’

রায়হান/ঢাকা/বকুল   

সর্বশেষ

পাঠকপ্রিয়