একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: আমানউল্লাহ আমান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘‘একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’’
সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেটিক লীগের উদ্যোগে দলটির প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘‘প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনী প্রচারণায় বাংলাদেশে থাকবেন।’’
ডেমোক্রেটিক লীগের সহ-সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা/রায়হান/রাজীব