ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাজী মামুনকে ফাঁসানো হয়েছে: যুব সংহতি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ১৫ অক্টোবর ২০২৫  
কাজী মামুনকে ফাঁসানো হয়েছে: যুব সংহতি

মানবিক মানুষ হিসেবে আতিথিয়েতার জন্য মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের মুক্তির দাবি জানিয়েছে জাতীয় যুব সংহতি। একইসাথে তাদের সদস্য সচিব রিফাতুল ইসলাম পাভেলেরও মুক্তি দাবি করে সংগঠনটি।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

আরো পড়ুন:

এ সময় যুব সংহতির আহ্বায়ক আবুল হাসান আহমেদ জুয়েল বলেন, “জাতীয় পার্টির অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্রমূলকভাবে দলীয় মহাসচিব কাজী মামুনুর রশীদকে কারাগারে আটক রাখা হয়েছে। শুধুমাত্র একজন ব্যক্তিকে আতিথিয়েতার কারণে মহাসচিব কাজী মামুনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ফাঁসানো হয়। এটা অমানবিক।”

এক প্রশ্নের উত্তরে জুয়েল বলেন, “জাপা মহাসচিব স্পষ্টভাবে উল্লেখ করেছেন পূর্ব পরিচয়ের সূত্রে জনৈক এনায়েত করিমকে তিনি আতিথিয়েতা করেছেন। ঐ ব্যক্তির সাথে তার অন্য কোনো সম্পর্ক নাই এবং তিনি কি করেন কিংবা কেনো বাংলাদেশে এসেছেন সে সম্পর্কে জাপা মহাসচিব অবগত নন।”

যুব সংহতির আহ্বায়ক বলেন, “রিফাতুল ইসলাম পাভেল একজন চাকরিজীবী। স্বনামধন্য একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক।তিনি সম্প্রতি যুব সংহতির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন। কাজী মামুনুর রশিদকে ব্যবসায়িকভাবে দুর্বল করার লক্ষ্যে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। আমরা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়