জুলাই সনদে অনেক নিবন্ধিত দলকে গুরুত্ব দেওয়া হয়নি: মতিন
সব দলের মতকে প্রাধান্য দিয়ে জাতীয় ইস্যুতে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম. এ মতিন বলেছেন, “জুলাই সনদে সব দলের স্বাক্ষরের কথা বললেও নিবন্ধিত অনেক দলকে দেখে হয়নি। যার ফলে এই জুলাই সনদের গুরুত্ব থাকল না। বরং জাতীয় ইস্যুতে সব দলের ঐক্যমত পোষণ করা অত্যন্ত জরুরি।”
শুক্রবার (১৭ অক্টোবর) কাকরাইলে আইইডিবি হলে ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে ‘সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ ডা. এস. এম সরওয়ারের সভাপতিত্বে সংলাপে এম. এ মতিন আরো বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। দেশ আজ মহাসংকটের দিকে এগুচ্ছে। জুলাই পরবর্তী সাধারণ মানুষ মনে করেছিল দুঃশাসন, দুর্নীতি, আইনের শাসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধে এই সরকার সক্ষম হবে। কিন্তু আমরা কি দেখলাম। দেখলাম তার বিপরীত চিত্র। সমস্ত সিন্ডিকেট দ্বিগুণহারে বেড়ে যেন ভুতুড়ে দেশে পরিণত করেছে। অসংখ্য শিল্প, গার্মেন্টস বন্ধ হয়ে বেকার হচ্ছে অসংখ্য মানুষ। তা থেকে উত্তোরণের পথ বের করতে হবে। এজন্য প্রয়োজন সর্বদলীয় উদ্যোগ।”
সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিএম এরশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল হাকিম, মেজর আমিন আহমেদ, বি এম এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিব ও দলীয় প্রতিনিধিরা।
উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু আহাদ আল মামুন, এস এম আবু তাহের, কবি ইসমাইল হোসেন জনি, আজাদ হোসাইন, তানভীর হাসান, ডাক্তার ফুয়াদ হাসান।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি