ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি, জামায়াতের নেতৃত্বে ধর্মীয় ফ্যাসিবাদ চলছে: নাসীরুদ্দীন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৯, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ২৩:২৬, ২ নভেম্বর ২০২৫
বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি, জামায়াতের নেতৃত্বে ধর্মীয় ফ্যাসিবাদ চলছে: নাসীরুদ্দীন

রবিবার নির্বাচন ভবনে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেছেন, বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রাস, আর জামায়াতে ইসলামীর নেতৃত্বে ধর্মীয় ফ্যাসিবাদ চলছে।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

আরো পড়ুন:

নাসীরুদ্দীন বলেন, “একটি দলের মনোনয়নের জন্য আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।”

এনসিপি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ তিনি বলেন, “নির্বাচন কমিশন (ইসি) দ্রুত এনসিপির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে।”

ইসির ওপর আস্থা রাখার বিষয়ে নাসীরুদ্দীন বলেন, “নির্বাচন কমিশনকে আমরা এখনো ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ ছাড়া অন্য কিছু বলি না। এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে।”

ইসির বৈঠকে তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

ঢাকা/এএএম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়