ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৮, ৯ নভেম্বর ২০২৫
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ফটো।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার ঢাকা-১০ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসে (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) উপস্থিত হয়ে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন বিষয়টি জানিয়েছেন। 

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম এ সমন্বয়ক  এখন কুমিল্লা-৩ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন। 

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি–কলাবাগান–নিউমার্কেট–হাজারীবাগ) থেকে প্রার্থী হতে পারেন। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই আসনে ভোটার হচ্ছেন তিনি।

ঢাকা-১০ আসনটি ঢাকার গুরুত্বপূর্ণ একটি এলাকা, যেখানে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আসিফ মাহমুদের ভোটার স্থানান্তরকে অনেকেই তাঁর রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত হিসেবে দেখছেন।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়