ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৪ নভেম্বর ২০২৫  
এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

আরো পড়ুন:

শুক্রবার (১৪ নভেম্বর) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ধিত সময়ের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, সরাসরি সংগ্রহের পাশাপাশি দলের ওয়েবসাইট থেকেও অনলাইনে আবেদন করা যাবে।

আগের ঘোষণা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়ন আবেদন সংগ্রহের শেষ দিন। এখন তা বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

অনলাইনে আবেদনের পদ্ধতি
যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। আর অফলাইনে সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে (২য় তলা) এবং এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে নেওয়া যাবে।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়