স্বাগত জানালেও সুষ্ঠু নির্বাচনের পথে শঙ্কা দেখছে রাষ্ট্র সংস্কার আন্দোলন
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নির্বাচন কমিশনের ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক ব্রিফিং দলটির সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, “এই সরকারের বিরুদ্ধে অনেকের একটা প্রশ্ন ছিল যে, সরকার নির্বাচন করতে স্বদিচ্ছা রাখেন কি না। সেটা এখন প্রশ্নাতীত হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনকে সেজন্য ধন্যবাদ জানাই।”
“একই সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আশঙ্কা যে, আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না? নির্বাচন কমিশন সেজন্য উপযুক্ত প্রস্তুতি নিয়েছেন কি না? এমনকি নির্বাচন কমিশন সেই আকাঙ্কা প্রকৃতই ধারণ করে কি না?,” প্রশ্ন রাখেন তিনি।
আগামী নির্বাচন যে একই সঙ্গে একটি জাতীয় নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ (গণভোট); এটা নির্বাচন কমিশন সঠিকভাবে ধারণ করে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে জানিয়ে হাসনাত কাইয়ূম বলেন, “গণভোট নিয়ে সঠিক প্রচার না করা, উচ্চ আদালতের রায় অবমাননা করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন নিয়ে গাফিলতি, কালক্ষেপণ করা- এসবই সে প্রশ্নকে উস্কে দিয়েছে।”
তিনি বলেন, “এ ছাড়া নির্বাচনি জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার করা, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ অগ্রিম ভোটের কালো বিধান রাখা ইত্যাদি নির্বাচন কমিশনের অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্নটাকে জোরাল করেছে।”
রাষ্ট্র সংস্কার আন্দোলন অবিলম্বে উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে দলের নিবন্ধনের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার দাবি জানান দলটির সভাপতি। একই সঙ্গে তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আরপিও সংশোধন করে এসব বিষয় সংশোধন করে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম ও সাইদুল খন্দকার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল