গুলশানের বাসভবনে পৌঁছেছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিমানবন্দরে মা ডা. জুবাইদা রহমানের সাথে ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। তবে তারেক রহমান ৩০০ ফিটের সমাবেশ স্থলের দিকে গেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা সেখানে পৌঁছান।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দুপুরে নির্ধারিত সময়ের কিছু আগে গুলশান এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়। পরে পুলিশের একটি বিশেষ টিম ও সিএসএফ সদস্যদের প্রটোকলে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানকে গুলশানের বাসভবনে নিয়ে আসা হয়। এসময় পুরো এলাকা ছিল নিয়ন্ত্রিত নিরাপত্তা বলয়ের মধ্যে।
বাসভবনে পৌঁছানোর সময় আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যায়। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশপথে কড়াকড়ি তল্লাশি চালান এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। ফলে এলাকায় বড় কোনো জনসমাগম হয়নি।
দলীয় সূত্র বলছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের নিরাপত্তা ও চলাচল বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ তাদের গুলশানের বাসভবনে পৌঁছানোও ছিল পূর্বপরিকল্পিত ও প্রটোকলভিত্তিক।
উল্লেখ্য, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে তার পরিবারের সদস্যদের উপস্থিতি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আলাদা গুরুত্ব পাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা/আলী/এস