ঢাকা     সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাইফুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, নিরাপত্তা নি‌শ্চিত করার দা‌বি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৫, ৩ জানুয়ারি ২০২৬
সাইফুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, নিরাপত্তা নি‌শ্চিত করার দা‌বি

সাইফুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদের ঢাকা-১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ম‌নোনীত দল‌টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়ে‌ছে।

শ‌নিবার (৩ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার এই ঘোষণা দেন।

আরো পড়ুন:

প‌রে সাইফুল হক সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানি‌য়ে ভোটারদের উদ্দেশে বলেন, “মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। এবার নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নানা দিক থেকে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করার পাশাপাশি  দেশের গণতান্ত্রিক  রুপান্তরের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হবে। জুলাই-আগষ্ট ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের জন্য একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া খুবই জরুরি। এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে তাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এর নেতিবাচক প্রভাব পড়বে। আর নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আগামী সংসদও  প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে পরবর্তী সরকার ও সংস্কার উদ্যোগে ঝুঁকি বাড়বে।”

সাইফুল হক বলেন, “এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হলে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের সবার যৌথ উদ্যোগ ও সব পক্ষের একটা বোঝাপড়া লাগবে। সব পক্ষের বুঝা পড়া গড়ে তুলতে না পারলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে সন্দেহ আছে।”

তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানান। তিনি বলেন, “এবার মানুষ  মার্কার পাশাপাশি প্রার্থী দেখেই ভোট দেবে।”

তিনি বলেন, “এবার এমনভাবে ভোট দিতে হবে যাতে ভোটের পর আফসোস করতে না হয়।”

তিনি বলেন, “ঢাকা শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে,নাগরিক সেবা নিশ্চিত করতে হবে; সন্ত্রাস , চাঁদাবাজি ও জবরদখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।  মাদক এবং ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক,  বিএনপির ২৭ নম্বর ওয়ার্ডের যুগ্ন আহ্বায়ক তোফায়েল আহমেদ, তেজগাঁও থানা বিএনপির নেতা আমজাদ হোসেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, ফিরোজ আলী প্রমুখ। 

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়