প্রার্থী স্থগিত: আপিল করবে ইসলামী আন্দোলন
প্রাথমিক যাচাই-বাছাইয়ে স্থগিত প্রার্থীদের বিষয়ে আপিল করবে ইসলামী আন্দোলন।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের সভায় বলেন, “আইনের অতি ব্যবহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে আপিল করবে, আইনি লড়াই করবে ইনশাআল্লাহ।”
শেখ ফজলে বারী মাসউদ বলেন, “সমঝোতার আলোচনা চলমান আছে। দ্রুততম সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। একই সাথে সর্বোচ্চ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।”
এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুন্তাসির আহমদ, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, মাওলানা আরিফুল ইসলাম, অ্যাডভোকেট শওকত আলী, এবিএম জাকারিয়া, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা লোকমান হোসাইন জাফরি প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ