চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের লিয়াজোঁ কমিটির বৈঠক
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক সমন্বয় এবং জোটগত রাজনৈতিক কৌশল নিয়ে বৈঠক করেছে জাতীয় পার্টির একাংশ ও জেপির নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের লিয়াজোঁ কমিটি। গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক অধিকার রক্ষার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে নাসরিন টাওয়ারের ১১ তলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও ফ্রন্টের প্রধান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সূচনা বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, জহিরুল ইসলাম জহির, জেপির মহাসচিব শহিদুল ইসলাম, জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আলহাজ আবু নাসের ওয়াহেদ ফারুক, মুক্তি জোটের চেয়ারম্যান আবু লায়েস মুন্না, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না, মাসরুর মাওলা, নাজমা আক্তার, মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ আরিফুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুল আহসাদ শাহজাদা, মোহাম্মদ বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, নুরুল ইসলাম ওমর, নাজনীন সুলতানা, শাহ জামাল রানা প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক