তারেক রহমানের প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করলেন মনিরুল
তারেক রহমান। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি পান তারেক রহমান।
মনিরুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজ ঢাকার রিটার্নিং অফিসার ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন।”
তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। তরুণ সমাজ তারেক রহমানকে ভোট দিতে মুখিয়ে রয়েছেন।”
ঢাকা/আলী/সাইফ