ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বোরো ধানে স্বপ্ন দেখছেন কৃষকরা 

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৫৫, ৪ এপ্রিল ২০২১
বোরো ধানে স্বপ্ন দেখছেন কৃষকরা 

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবার জেলায় এক লাখ ৭৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করেছেন কৃষকরা, বিষটি জানিয়েছে জেলা কৃষি অধিদপ্তর।

শনিবার (৩ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে সবুজের সমাহার, প্রতিটি ধান গাছে ধানের শীষ বেড়িয়েছে। গামুর হয়েছে গাছগুলো, ধান এসেছে মুখে মুখে। পূবালী বাতাসে গাছগুলো দোল খাচ্ছে, আর মিতালী করছে। কৃষকরা ধানের জমিতে ঘুরছে আর স্বপ্ন দেখছেন। পোকামাকড় দূরীকরণে কীটনাশক ক্ষতে স্প্রে করছেন তারা। ধানের ক্ষতে যেন দুলছে কৃষকের স্বপ্ন। আগামী জুন মাসের মধ্যে শুরু হবে ধান কাটা ও মাড়াই।

হিলির সাতনি চারমাথার বোরো চাষী গোলাম রাব্বানী রাইজিংবিডিকে বলেন, ‘এবছর আমি ৭ বিঘা জমিতে ইরি ধান লাগিয়েছি। গত ইরি ও আমন মৌসুমে ধানের দাম ভালো পেয়েছি। তাই গতবারের চেয়ে এবার এক বিঘা জমি বেশি ধান চাষ করেছি।’ 

বিরামপুরের কৃষক মাসুদ রানা রাইজিংবিডিকে বলেন, ‘গতবারের চেয়ে এইবার বোরো ধানের ফলন ভালো দেখছি। ক্ষতে তেমন কোনো রোগ-বালাই নেই। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে, তাহলে ধানের ভালো ফলন পাবো। বোরো মৌসুমে এই বার আমি ১৯ বিঘা জমিতে ধান লাগিয়েছি। আশা করছি, গত দুই মৌসুমের মতো ধানের দাম ভালো পাবো।’

হিলির জালালপুরের কৃষক আকরাম হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘মোর আদিবাড়ি দিয়ে সাড়ে তিন বিঘা জমি আছে। প্রতিবারই আমি বোরো ধান আবাদ করি। হারা গরীব মানুষ, আবাদ করেই বউ-ছোল নিয়ে চলি। মুই এ্যাকাই (একা) ব্যাবাক (সব) ধান লাগাউ (চাষ করি)। আল্লাহ দিলে এবারও ভালই ধান পামু (পাবো)। আর ভালো ফলন পালে, খেয়ে-দেয়ে ভালোই চলবার পারমু।’

বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিক্সোন চন্দ্র পাল জানান, এবছর উপজেলায় প্রায় ১৫ হাজার হেক্টরেরও বেশি বোরো ধানের চাষ করেছে কৃষকেরা। এই উপজেলায় শীতকালীন সবজি চাষ বেশি হয়। এখনো অনেক জমিতে সবজির আবাদ রয়েছে। তাই আমন ধানের তুলনায় বোরো চাষ একটু কম হয়।

দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদ ইকবাল বলেন, ‘চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৭৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। গত বারের চেয়ে এবছর ৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষ বৃদ্ধি পেয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘জেলার প্রতিটি উপজেলা কৃষি কর্মচারী-কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে তাদের বিভিন্ন সেবা দিয়ে আসছেন। আশা করছি, চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন পাবেন ধান চাষিরা।’ 

দিনাজপুর/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়