ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দিনাজপুরে ভুট্টা চাষে সম্ভাবনা 

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:১৪, ১৫ এপ্রিল ২০২১
দিনাজপুরে ভুট্টা চাষে সম্ভাবনা 

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। স্বল্প শ্রম আর অল্প ব্যয়ে হচ্ছে ভুট্টার চাষ। জেলার ১৩টি উপজেলায় মোট ৭০ হাজার ১২৩ হেক্টর জমিতে ভুট্টার চাষ করছেন কৃষকেরা, জানিয়েছে জেলা কৃষি অধিদপ্তর। 

জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, আর মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে ভুট্টা কাটা-মাড়াই শুরু হবে। ভুট্টা চাষিরা তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলবেন। সবুজ গাছ আর সবুজ পাতার ফাঁকে বের হয়েছে ভুট্টা। ক্ষেতে প্রতিটি গাছে ভুট্টা ধরেছে, আর বাতাসে দোল খাচ্ছে ভুট্টা চাষির সবুজ স্বপ্ন। 

কথা হয় ঘোড়াঘাট উপজেলার উসমানপুরের পালশাউ গ্রামের ভুট্টা চাষি রমজান আলীর সঙ্গে, তিনি রাইজিংবিডিকে বলেন, ‘এবার আমি সাড়ে চার বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আমন ধান কাটা-মাড়াইয়ের পর ভুট্টার চাষ করেছি। গতবার ভুট্টার দাম পেয়েছিলাম ৬০০ থেকে ৭০০ টাকা। আশা করছি, এইবারও দাম ভালো পাবো।

বিরামপুরের ভুট্টা চাষি মোখলেস হোসেন বলেন, ‘অল্প ব্যয়ে আর স্বল্প শ্রমে ভুট্টার চাষ হয়। গত বছর আমি দেড় বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলাম। এইবার আমি তিন বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। প্রতি বিঘায় আমি ৩০ থেকে ৩২ মণ ভুট্টা মাড়াই করি।’

ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার এখলাস সরকার জানান, ঘোড়াঘাট উপজেলায় এইবার ২ হাজার ১০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। 

বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিক্সন চন্দ্র সরকার বলেন, ‘গেলো বারের চেয়ে, এবছর ভুট্টার চাষ বৃদ্ধি হয়েছে। গত বছর কৃষকরা ৭৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করেছিল। এইবার চাষিরা ১৫৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করেছে। আমি প্রতিনিয়ত ভুট্টা ক্ষেত পরিদর্শন করছি এবং সুপরামর্শ দিয়ে আসছি ভুট্টা চাষিদের।’

দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদ ইকবাল বলেন, ‘চলতি মৌসুমে জেলায় ভুট্টার চাষ হয়েছে ৭০ হাজার ১২৩ হেক্টর জমি। কম-বেশি প্রতিটি উপজেলায় ভুট্টার চাষ হয়েছে। উপজেলার কৃষি অফিসারসহ মাঠ পর্যায়ের কর্মচারীরা মাঠে কাজ করছেন। আশা করছি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে চাষিরা ভুট্টার ভালো ফলন ঘরে তুলতে পারবেন।’

দিনাজপুর/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়