ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুই বন্ধুর মুখে হাসি ফুটিয়েছে হাঁস

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৬ মে ২০২১   আপডেট: ১২:৫৬, ৬ মে ২০২১
দুই বন্ধুর মুখে হাসি ফুটিয়েছে হাঁস

করোনার কঠিন সময়ে হতাশাকে দূরে ঠেলে হাঁস পালন করে বেকারত্ব ঘুচিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার দুই যুবক। প্রতিদিন পাঁচ শতাধিক ডিম বিক্রি করে তাদের আয় হচ্ছে তিন থেকে চার হাজার টাকা। সে হিসেবে মাসে আয় হচ্ছে প্রায় এক লাখ টাকা। তাদের দেখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এলাকার অন্যরাও।

সম্প্রতি ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর এলাকায় দুই বন্ধু সাব্বির বিশ্বাস ও শাকিল আহমেদের হাঁসের খামারে গিয়ে দেখা যায়, পানিতে এদিক-ওদিক বিচ্ছিন্নভাবে ভেসে বেড়াচ্ছে সাত শতাধিক হাঁস। খামার মালিকের একজন সাব্বির বিশ্বাস ‘আয় আয়’ ডাক দিলেই মুহূর্তেই সব হাঁস এক জায়গায় জড়ো হয়ে সমস্বরে ডাকাডাকি শুরু করে দেয়। সে এক অভূতপূর্ব দৃশ্য।

কথা হয় সাব্বিরের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা দুই বন্ধু করোনার দুঃসময়ে চারদিকে হতাশার দৃশ্য দেখে গত বছর অক্টোবর মাসে একদিন কিছু হাঁসের বাচ্চা নিয়ে শুরু করি খামার। সেই থেকেই শুরু নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই। এলাকায় সামান্য একটি নিচু জায়গা তিন বছরের জন্য ভাড়া নেই। মাত্র ছয় মাসের মধ্যে খামারে এখন ৬৫০টি হাঁস প্রতিদিন পাঁচ শতাধিক ডিম দিচ্ছে। বাজারে এই ডিম বিক্রি করে প্রতিদিন আসছে ৩ থেকে ৪ হাজার টাকা।’ দুই বন্ধু এখন আর বেকার নেই। নিজেদের প্রচেষ্টায় এখন অন্যদের পথ দেখাচ্ছেন স্বাবলম্বী হওয়ার।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম বিশ্বাস মিঠু বলেন, ‘সামান্য পুঁজি নিয়ে নিজেদের প্রচেষ্টা ও পরিশ্রমে মাত্র ৬ মাসে বেকারত্ব ঘুচিয়ে সফল খামারি হয়ে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাব্বির ও শাকিল নামের দুই যুবক।’ 

ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন বলেন, ‘ওদের দুই বন্ধুর এভাবে মাত্র ৬ মাসে সফল হওয়ার গল্প এখন এলাকার মানুষের মুখে মুখে।’

খামারের মালিক সাব্বির বিশ্বাস বলেন, ‘করোনাকালে যখন সবাই হতাশ হয়ে পড়েন, ঠিক তখন আমরা দুই বন্ধু নিজেদের প্রচেষ্টায় এই খামার গড়ে তুলে বেকারত্ব ঘুচিয়ে সৎ পথে পরিশ্রম করে আয় করছি, এতেই আমরা খুশি। ভবিষ্যতে এই খামারকে আরও বড় করে গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে আমাদের।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস এই দুই তরুণের সফলতার গল্প শুনে বলেন, ‘ওদের মতো অন্য বেকার যুবকরাও এভাবে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করলে একদিকে বেকারের সংখ্যা কমবে, অন্যদিকে তাদের আর্থিক সঙ্গতিও বাড়বে।’

পাবনা/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়