ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

মাসিকে কম রক্তপাত হওয়া কি খারাপ

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৩১ মে ২০২৫   আপডেট: ১০:২১, ৩১ মে ২০২৫
মাসিকে কম রক্তপাত হওয়া কি খারাপ

ছবি: প্রতীকী

মাসিকের সময় একেবারে কম রক্তপাত হলে শরীরের বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে শুরু করে। যেমন— হাড়ের ঘনত্বও কমে যায়, মাথাব্যথা, চুল পড়া, মুখে অতিরিক্ত লোম বা ব্রণের মতো কিছু সমস্যা দেখা দেয়। এমনকি সন্তান ধারণে সমস্যা হওয়ার ঝুঁকিও থাকে। 

ডা. তানিয়া রহমান মিতুল, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ একটি পডকাস্টে বলেন, ‘‘আমাদের কাছে অনেক রোগী এসে বলেন যে, আমরা মাসিকের সময় দুই থেকে তিন দিন রক্ত যায়। এবং খুবই কম পরিমাণে রক্ত যায়। এ কারণে আমি মোটা হয়ে যাচ্ছি, আমার তলপেটে অনেক ব্যথা করে। আমার তলপেটে অনেক চর্বি জমে গেছে। অনেকেই ভাবেন, রক্ত যেহেতু কম যাচ্ছে-রক্তজমে তার পেটেই থাকছে। এটি একটি ভুল ধারণা। মাসিকের সময় ৩০ থেকে ৫০ এমএল রক্ত যদি যায় তাহলে সেটা স্বাভাবিক।’’

ডা. তানিয়া আরও বলেন, ‘‘ শরীরের দূষিত রক্তই শুধু মাসিকের সময় বের হয় তা কিন্তু না। আমরা যেটা বলে থাকি তিন থেকে পাঁচ দিন পর্যন্ত যদি মাসিক চলে যেটাও স্বাভাবিক। এর চেয়ে বেশি সময় ধরে মাসিক চলা খারাপ। এতে অনেকে রক্তশূণ্যতায় ভুগতে শুরু করতে পারেন। সেক্ষেত্রে সচেতন হতে হবে। ’’

আরো পড়ুন:

যেসব কারণে মাসিকে কম রক্তপাত হতে পারে

থাইরয়েডসহ অন্যান্য হরমোনের তারতম্যের কারণে মাসিক কম রক্তপাত হতে পারে। ওভারিতে সিস্ট হলেও মাসিকে কম রক্তপাত হতে পারে। এ ছাড়া  পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম  অতিরিক্ত ওজন, অপুষ্টি, খুব অল্প পরিমাণ খাবার গ্রহণ, হঠাৎ অতিরিক্ত ওজন হ্রাস,  হঠাৎ প্রয়োজনের অতিরিক্ত ব্যায়াম, মানসিক চাপ বৃদ্ধি কিংবা হতাশার কারণেও মাসিক বন্ধ হয়ে যেতে পারে। বা মাসিকে কম রক্তপাত হতে পারে। 

সুতরাং মাসিকে কম রক্তপাত হলে সমস্যা অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়