ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিজারিয়ান অপারেশনের পর সেলাইয়ের স্থানে কতদিন ব্যথা থাকতে পারে

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১০:২৯, ৩০ আগস্ট ২০২৫
সিজারিয়ান অপারেশনের পর সেলাইয়ের স্থানে কতদিন ব্যথা থাকতে পারে

ছবি: সংগৃহীত

সিজারিয়ান অপারেশনের পর সেলাইয়ের স্থানে কতদিন পর্যন্ত  ব্যথা  ও ঘা থাকা স্বাভাবিক?—এই বিষয়ে অনেকের স্পষ্ট ধারণা থাকে না। 

-ডাঃ হাসানা হোসেন আঁখি গাইনী প্রসূতি ও ল্যাপারোস্কপিক সার্জন এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য) এম.এস (অবস এন্ড গাইনী) ট্রেইন্ড ইন ল্যাপারোস্কপি এন্ড ইনফার্টিলিটি একটি পডকাস্টে বলেন, ‘‘অপারেশনের পর সেলাইয়ে ব্যথা বেশ কয়েকদিন স্থায়ী হয়। সিরাজিয়ান অপারেশনের পর কসমেটিক সেলাই দেওয়া হলে সাত দিন পরে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। ব্যান্ডেজ খুলে দেওয়ার পরে একজন মা গোসল করতে পারেন। ১৪ দিনের মধ্যে সেলাইয়ের ঘা মোটামুটি শুকিয়ে যায়। গোসল করার পরে সেলাইয়ের জায়গা ভালোভাবে মুছে একটি অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগিয়ে নিতে হবে।’’

‘‘কসমেটিক সেলাইয়ের পরিবর্তে যদি সাধারণ সেলাই দেওয়া হয় সেক্ষেত্রে সাত থেকে দশদিন পরে সেলাই কাটা হতে পারে। ১৪-২১ দিনের মধ্যে সেলাই শুকিয়ে যায়।  সেলাই খুলে দেওয়ার পর থেকেই মা গোসল করতে পারেন।’’—যোগ করেন ডা. হাসানা হোসোন আঁখি

সিজারের পর কি কি কারণে ইনফেকশন দেখা দিতে পারে

১. যদি ওটির বেড পরিষ্কার না থাকে

২. অ্যান্টিবায়োটিক কোর্স যদি রোগী ঠিকমতো কমপ্লিট না করে

৩. রোগী যদি পার্সোনাল হাইজিন মেইনটেইন না করে

উল্লেখ্য, সেলাইয়ের স্থানের  কোনো রকম ক্ষত দেখা দিলে চিকিৎসকের সঙ্গে কথা বলে আবার ড্রেসিং করা লাগতে পারে। ২১ দিন পর পর্যন্ত সেলাইয়ের স্থানে ব্যথা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়