ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইউপি নির্বাচন: পঞ্চগড়ে নৌকার ভরাডুবি

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ নভেম্বর ২০২১  
ইউপি নির্বাচন: পঞ্চগড়ে নৌকার ভরাডুবি

পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলার ১০টি ও আটোয়ারী উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ছয়জন প্রার্থী বেসরকারি ভাবে জয়ী হয়েছেন।

এদিকে, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) জয়ী হয়েছেন তিন ইউপিতে। আর দুই ইউনিয়নে বিএনপির প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। এছাড়া দুই ইউনিয়নে স্বতন্ত্র হয়ে জামায়াতের প্রার্থী, একটিতে জাতীয় পার্টির প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে নুরুজ্জামান, মাগুরা ইউনিয়নে জ্যোতিষ চন্দ্র রায়, গরিনাবাড়িতে মনোয়ার হোসেন দিপু,  আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে আবু জাহেদ, আলোয়াখোয়ায় মোজাক্কারুল আলম এবং ধামোরে আবু তাহের দুলাল। এছাড়া পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে জাতীয় পার্টী মনোনীত ইসমাইল হোসেন (লাঙল) বিজয়ী হয়েছেন।

এদিকে, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- পঞ্চগড় সদর ইউনিয়নে স্বতন্ত্র হয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আল ইমরান খান (মোটর সাইকেল), কামাতকাজলদিঘী ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোঃ তোফায়েল প্রধান (আনারস), চাকলাহাট ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম (মোটর সাইকেল), সাতমেড়া ইউনিয়নে স্বতন্ত্র হয়ে আ. লীগের বিদ্রোহী প্রার্থী রবিউল ইসলাম (মোটর সাইকেল), হাড়িভাসা ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ নূরে ই আলম (অটো রিক্সা), ধাক্কামারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম দুলাল (মোটর সাইকেল), আটোয়ারী উপজেলার মির্জাপুরে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ (ঘোড়া), তোড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র হয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ শাহ (চশমা)।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১৫টি ইউনিয়নের মধ্যে শুধু আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনে ১৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন প্রতিদন্দ্বিতা করছেন। এছাড়া সাধারন সদস্য পদে ৫১০জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

১৫ টি ইউনিয়নের ১৩৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৫৭ হাজার ৫৬৪ জন। এর মধ্যে সদর উপজেলার ১০ ইউনিয়নে একলাখ ৬৯ হাজার জন। এখানে পুরুষ ভোটারের সংখ্যা ৮৬ হাজার ৪৭০ জন এবং নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ২৬০। অন্যদিকে, আটোয়ারী উপজেলার ৫ ইউনিয়নে মোট ভোটার ৮৭ হাজার ৮৩৪ জন। এখানে পুরুষ ৪৪ হাজার ২৪৩ এবং নারী ৪৩ হাজার ৫৯১ জন।

আবু নাঈম/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়