ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ৬ মার্চ ২০২৫  
মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবি জানান।

বৃহস্পতিবার (৬ মার্চ) নীলফামারী চৌরঙ্গি মোড় চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন।

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী আহমেদ রায়হান, জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

নীলফামারী থেকে মেডিকেল কলেজ সরানোর ষড়যন্ত্র না করার হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, এই ষড়যন্ত্র অব্যাহত থাকলে নীলফামারীবাসী এক হয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। মেডিকেল কলেজ না সরিয়ে এলাকায় একটি পাবলিক কলেজ প্রতিষ্ঠার দাবি করেন বক্তারা।

নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম চালু রাখা এবং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

নীলফামারী/সিথুন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়