ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অগ্নিকাণ্ডে নিঃস্ব কালশী বস্তির ২৫০ পরিবার

সাইফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২১ ডিসেম্বর ২০২০  
অগ্নিকাণ্ডে নিঃস্ব কালশী বস্তির ২৫০ পরিবার

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ২৫০ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়েছে। থাকার জায়গা না থাকায় শীতের রাতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টায় কালশী বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালশী বস্তির বাসিন্দা একরাম বলেন, ‘আগুনে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়েছে। ঘর থেকে কেউ কিছু নিয়ে বের হতে পারিনি।’

রহিমা বেগম বলেন, ‘আগুনে সব হারিয়ে নিঃস্ব হলাম। কিছুই নিয়ে বের হতে পারিনি। আমার ঘরে ফ্রিজ, টিভিসহ প্রায় ২ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। এখন আমি পথের ভিখারি হয়ে গেছি।’

কালশী বস্তির বাসিন্দা ফুল নাহার বেগম। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে এখানে থাকতেন। তিনি বলেন, ‘পরণের কাপড় ছাড়া কিছুই নাই আর। সব পুড়ে গেছে। এই শীতে এখন কই যাবো, কী খাবো? সব শেষে আমার।’

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অঞ্চল-২) আবুল বাশার রাইজিংবিডিকে জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, ‘বস্তির ঘরগুলো কাঠ ও টিন দিয়ে তৈরি। এ কারণে খুব অল্প সময়ে আগুন ছড়িয়ে পড়ে।’

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা বলেছেন, ‘বস্তিবাসীদের সার্বিক সহযোগিতার জন‌্য তাদের পাশে আছি। রাতে খাবার ও কম্বলের ব‌্যবস্থা করা হয়েছে।’ 

পল্লবী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী বলেন, ‘বস্তিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে যায় এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে।’

ঢাকা/সাইফুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়