ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাথমিকের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৫৮, ২৬ জানুয়ারি ২০২১
প্রাথমিকের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন (ফাইল ফটো)

বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ‌্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যালয় খোলার আগে বা পরে শিক্ষকদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। ইতোমধ্যে সব শিক্ষকের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির যেকোনো দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। সেজন্য সব বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার উপযোগী করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

জাকির হোসেন বলেন, ‘প্রাথমিক বিদ‌্যালয়ের শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের এখনই টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে না।’

কিন্ডারগার্টেন স্কুল খোলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (কিন্ডারগার্টেন) চাইলে যেকোনো সময় স্কুল খুলতে পারে। এ বিষয়ে আমাদের কোনো বাধা-নিষেধ নেই। তারা আমাদের নিবন্ধন নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে না। তাদের বিষয়ে আমাদের কোনো দায়-দায়িত্ব নেই। তবে নিবন্ধিতরা আমাদের সঙ্গে আলোচনা করে কিন্ডারগার্টেন স্কুল খুলতে পারবে।‘

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়