ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর্ণমালা ইশকুল একটি স্বপ্নের নাম

জোবায়ের চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২২ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ণমালা ইশকুল একটি স্বপ্নের নাম

জোবায়ের চৌধুরী, চবি : ছোট্ট একটি গলি। নিচ দিয়ে বেয়ে চলছে নালার পানি। কয়েকটি ইট বিছানো আছে সামনে এগুনোর জন্য। সামনে এগোলে দেখা মিলবে নোংরা পরিবেশবেষ্টিত একটি বস্তি। বলছিলাম চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দেবপাহাড় এলাকার একটি বস্তির কথা; যেটা দেবপাহাড় বস্তি নামেই পরিচিত।

দারিদ্র্যের হিংস্র ছোবলের কারণে বস্তিটিতে বসবাসরত শিশুগুলো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। আর এসব সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ২০ শিক্ষার্থী।

গত বছরের ১৮-২১ আগস্ট ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ নেন এই ২০ শিক্ষার্থী। যার আয়োজক ছিল ‘ব্রিটিশ কাউন্সিল’ ও ‘দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’। চার দিনব্যাপী ওই ট্রেনিংয়ের শেষদিনে বিভিন্ন সামাজিক সমস্যার পর্যালোচনা করে তারা হাতে নেন ‘সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট’ (স্যাপ)। তারা তাদের স্যাপের নাম দেন ‘বর্ণমালা ইশকুল’। আর বর্ণমালা ইশকুলের অধীনেই দেবপাহাড় বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের দিয়ে যাচ্ছেন অক্ষরজ্ঞান ও টেকসই শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা।
সম্প্রতি বস্তিটি ঘুরে দেখা যায় উৎসাহ-উদ্দীপনাপূর্ণ পরিবেশ। প্রথমদিকে পাহাড়ের পাদদেশে চলত শিক্ষা কার্যক্রম। পরে বস্তিবাসীর সহযোগিতায় একটি খালি স্থান পেয়েছে ‘বর্ণমালা ইশকুল’। রোদের কারণে শিক্ষক-শিক্ষার্থী সবার কষ্ট হওয়ায় বস্তিবাসী নিজ উদ্যোগে চারদিকে বাঁশ গেড়ে ত্রিপল দিয়ে বানিয়ে দিয়েছে ছাউনি। 

 

 

রাইজিংবিডি/চবি/২২ জানুয়ারি ২০১৬/জোবায়ের চৌধুরী/মুশফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়