ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুকে বন্ধুদের লুকানো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়!

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১০ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকে বন্ধুদের লুকানো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়!

ফেসবুক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ফেসবুক ব্যবহারকারীরা চাইলেই নিজের ‘ফেসবুক ফ্রেন্ড’ এর তালিকাটি অন্যের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন। এই সুবিধা ফেসবুকে রয়েছে আর ফেসবুকের অনেক ব্যবহারকারীই এই ফিচারটি ব্যবহার করে থাকেন।

 

ফেসবুকে ফ্রেন্ড লিস্ট আপনি লুকিয়ে রাখলে, যারা আপনার ফেসবুক ফ্রেন্ড নয় তারা তো বটেই, এমনকি যারা আপনার ফেসবুক ফ্রেন্ড, তারাও আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারে না।

 

কিন্তু আসলেই কী তাই? ঘটনা হচ্ছে, ফেসবুকে যে কেউ চাইলেই যে কারো লুকানো ফ্রেন্ড লিস্ট দেখে নিতে পারবেন। আর এজন্য রয়েছে বিশেষ একটি ক্রোম এক্সটেনশন, Facebook Friends Mapper। এই এক্সটেনশনটির সাহায্যে আপনি অন্যের লুকানো ফ্রেন্ডলিস্ট দেখতে পারবেন, তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে- যার ফ্রেন্ড লিস্টটি দেখতে চাচ্ছেন, তার বন্ধুদের মধ্যে অন্তত একজন আপনারও ফেসবুক ফ্রেন্ডলিস্টেও থাকতে হবে। তা হলেই কাজ হাসিল। কয়েকটা ক্লিকের অপেক্ষা শুধু।

 

যা করতে হবে:

* চলে যান ক্রোমের ওয়েব স্টোরে। ডাউন্ডলোড করুন Facebook Friends Mapper এক্সটেনশনটি।
* যার ফেসবুক ফ্রেন্ড লিস্টটি দেখতে চান, তার প্রোফাইলটি চটপট খুলে ফেলুন।
* এরপর ফ্রেন্ডস ট্যাবে দেখতে পাবেন ‘Reveal Friends’ অপশন।
* এরপর আর একটাই ক্লিক বাকি, Reveal Friends-এ। তারপর...?দেখে নিন ফ্রেন্ড লিস্ট!

 

আগেই বলা হয়েছে, আপনি যার প্রোফাইলে গোয়েন্দাগিরি চালাচ্ছেন, তিনি আপনার ফ্রেন্ডলিস্টে না থাকলেও কিছু যায় আসে না। শুধু, তার কোনো একজন বন্ধু, আপনার বন্ধু হতে হবে।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৫/ফিরোজ

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়