ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গুগল সার্চে দেখুন ম্যাজিক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২২ এপ্রিল ২০২১  
গুগল সার্চে দেখুন ম্যাজিক

গত ১৯ এপ্রিল মঙ্গল গ্রহে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সফলভাবে হেলিকপ্টার উড়িয়েছে। এর মাধ্যমে এই প্রথম পৃথিবীর বাইরের কোনো গ্রহে প্রথমবারের মতো হেলিকপ্টার উড়ল। বিস্ময়কর এই সফলতার খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সর্বত্র। এবার মার্স হেলিকপ্টারের এই সাফল্য উদযাপনের জন্য এক অভিনব উপায় বের করেছে সার্চ জায়ান্ট গুগল। সার্চ বারে গিয়ে শুধু Ingenuity NASA লিখে সার্চ করতে হবে। তাহলেই একদম ম্যাজিক দেখতে পাবেন আপনি।

গুগলের সার্চ বারে Ingenuity NASA লিখে এন্টার বাটন চাপলে আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা ফোনে একটা স্ক্রিন খুলে যাবে। সেখানে নাসার মঙ্গল অভিযান সংক্রান্ত বিভিন্ন খবরের লিংক, মার্স হেলিকপ্টার উড়ার প্রথম ভিডিও এসব দেখতে পাবেন আপনি। একটু ভালো করে দেখলে দেখবেন স্ক্রিনের ডানদিকে একটা মার্স হেলিকপ্টার আইকন একদম উড়ার জন্য তৈরি হয়ে রয়েছে, পাখা ঘুরছে কপ্টারের। এবার ওই আইকনের ওপর ক্লিক করুন।

এরপরেই শুরু হবে ম্যাজিক। পুরো স্ক্রিন একটা হাল্কা লালচে আভায় ঢেকে যাবে। নিচের দিকে আসবে মঙ্গল গ্রহের অনুরুপ লালচে রুক্ষ পৃষ্ঠদেশ। আর তার ওপর দিয়ে প্রবল গতিতে উড়তে শুরু করবে মার্স হেলিকপ্টার ইনজেনুইটি। একঝলকে আপনার মনে হবে যেন লাল গ্রহের পৃষ্ঠদেশেই পৌঁছে গিয়েছেন।

ইতিমধ্যে অনেকেই এই অভিজ্ঞতা নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় সকলেই লিখেছেন, ‘অনবদ্য। প্রথমে তো বুঝতেই পারিনি কী হচ্ছে। এ যেন ম্যাজিক। দারুণ লাগল।’ 

দেরী না করে আপনিও গুগলের সার্চ বারে গিয়ে লিখে ফেলুন Ingenuity NASA। আর দেখে নিন ম্যাজিক।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়