ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উন্মুক্ত হলো দেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ

প্রকাশিত: ১৬:১৭, ২ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৩৯, ২ অক্টোবর ২০২১
উন্মুক্ত হলো দেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ

আনুষ্ঠানিকভাবে চালু হলো সম্পূর্ণ বাংলাদেশে তৈরি প্রথম লেজেন্ডারি ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল’। 

১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় হোটেল আমারি ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাপের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় ক্রিকেটার মুশফিকুর রহিম, গেমিং অ্যাপটির নির্মাতা ও উদ্যোক্তা কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান, গেমিং অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা ও টারটেইল সলিউশনসের চেয়ারম্যান খান রিফাত সালাম এবং বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি খুবই খুশি এবং চমকপ্রদ যে বাংলাদেশে এত সুন্দর গেমস তৈরি করা হয়েছে। এটা একটা বিশ্ব মানের গেম।’ প্রতিমন্ত্রী আরো বলেন, অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিং-এর বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এজন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে মুশফিকুর রহিম বলেন, ‘আমার নামে একটা গেমস শুরু হওয়ায় আমি খুবই এক্সাইটেড। আমার মনে হচ্ছে এই গেমের মাধ্যমে বাংলাদেশে নতুন একটা যুগের সূচনা হচ্ছে। আমি সেই আশাই করছি। এই গেমস থেকে প্রাপ্ত অর্থের দুই শতাংশ মুশফিক ফাউন্ডেশনে যাবে যা অত্যন্ত ভালো উদ্যোগ।’

গেমিং অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যেই মাল্টি প্লেয়ার গেম হয়ে যাবে মুশি দ্য ডিপেন্ডেবল। তখন আমরা ঘরে বসেই বিশ্বের সঙ্গে কানেক্ট করতে পারবো। এই গেমটা বানিয়েই আমরা এখানে থেমে থাকবো না। আগামীতে আরও নতুন কিছু উপহার দিবো। আমরা এই গেমিং অ্যাপ নিয়ে টুর্নামেন্ট রাখবো। কেউ যদি টুর্নামেন্ট জিতে, তাহলে আমরা তাদের অনুপ্রাণিত করবো, পুরস্কারের ব্যবস্থাও থাকবে।’

অনুষ্ঠানে গেমিং অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা, টারটেইল সলিউশনসের চেয়ারম্যান খান রিফাত সালাম জানান, ‘এই গেমের পেছনে ১৮ মাসের গবেষণা কাজে লেগেছে। নিরলম পরিশ্রম করেছে দেশের ৮ জন গেমিং ইঞ্জিনিয়ার।’ তিনি আরো বলেন, ২০৩০ সাল নাগাদ বিশ্বে প্রায় ২৩০ বিলিয়ন ডলারের গেমিং বাজার হয়ে যাবে, তখন যেন অন্তত ১ শতাংশ আমাদের দেশের কন্ট্রিবিউশন থাকে।’

মুশফিকুর রহিমকে ব্র্যান্ডিং করে গেমিং অ্যাপটি যৌথভাবে তৈরি করেছে কেপিসি এন্টারপ্রাইজ ও টারটেইল সলিউশনস। প্রতিষ্ঠান দুটির ৮ জন প্রোগ্রামার প্রায় ৫ মাস ধরে তৈরি করেছে এই অ্যাপটি। বিনিয়োগ হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।

গেমিং অ্যাপটিতে ক্রিকেটের প্রায় সবধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশান যুক্ত করা হয়েছে। রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মডিউল: জেনারেল, মাল্টিপ্লেয়ার এবং লিজেন্ডারি মোড। জেনারেল মোডে একজন ইউজার বেছে নিতে পারবেন প্রতিপক্ষ দেশ; যার বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলবেন তিনি। মাঠে নামবেন মুশফিক হয়ে। বেছে নিতে পারেন পছন্দের টুর্নামেন্ট, খেলার মাঠ। আছে দিন-রাতের ম্যাচ, আবহাওয়া, টস, রিভিউ সিস্টেম, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত এবং ধারাভাষ্যকারের বর্ণনা। সব মিলে শতাধিক অপশন আর ফাংশন।

ঘরে বসে মাঠের অনুভূতি দেবার জন্য যুক্তকরা হয়েছে হাইডেফিনেশন গ্রাফিক্স। গেমটির মাল্টিপ্লেয়ার মোডে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনলাইনে থাকা বন্ধুদের নিয়ে সেখানে চার বা আট জনের টিম তৈরি করা যাবে। তারা নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে পারবে এবং চাইলে সেটা সরাসরি নিজের ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবে।

তবে হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডাবলের সবচেয়ে আকর্ষণীয় মোড হলো লিজেন্ডারি মোড। তারকা মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে এমন অনেক ম্যাচ খেলেছেন যেখানে তিনি প্রায় হেরে যাওয়া ম্যাচটি একাই জিতিয়ে এনেছেন। লিজেন্ডারি মোডে একজন ইউজার এমন একটি জায়গা থেকে খেলা শুরু করবেন যেখান থেকে জিতে আসা বেশ কঠিন। কঠিন সেই চ্যালেঞ্জটি মাথায় নিয়ে তাকে মুশফিক হয়ে মাঠে নামতে হবে। রিয়েল টাইম ক্রিকেটের সঙ্গে মিল রেখেই ভার্চুয়াল জগতের জন্য তৈরি এই গেমটি খেলা যাবে অনলাইন-অফলাইন উভয় মাধ্যমেই।

উল্লেখ্য যে, মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে গেমিং অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন যুক্ত হয় এই অ্যাপটির একং এক সপ্তাহে প্রায় ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়