ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হ্যাভিট এমপাওয়ারিং পার্টনারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:৩৫, ৮ জুন ২০২৩   আপডেট: ১৭:৩৯, ৮ জুন ২০২৩
হ্যাভিট এমপাওয়ারিং পার্টনারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড (সিসিটিএল) সম্প্রতি হ্যাভিট পণ্য নিয়ে বাংলাদেশে এমপাওয়ারিং পার্টনারশিপ শিরোনামে দুটি ডিলার প্রোগ্রাম আয়োজন করে।

ঢাকা ও রাজশাহীতে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করা হয়। ঢাকায় ৫০০ ডিলার ও রাজশাহীতে ২০০ ডিলার অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাভিট ব্র্যান্ডের ন্যাশনাল সেলস ম্যানেজার সানি লিউ এবং গেমিং প্রোডাক্ট ম্যানেজার ডং বিন। এছাড়া আয়োজক প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম, বিজনেস ডেভেল্পমেন্ট পরিচালক মো. অয়ন মুক্তাদির, প্রোডাক্ট ম্যানেজার মো. রুমেল চৌধুরী এবং জেনারেল ম্যানেজার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা ২০১১ সাল থেকে হ্যাভিটের সোল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দেশের বাজারে হ্যাভিটের পণ্য বাজারজাত করে যাচ্ছি।

অনুষ্ঠানে সিসিটিএল-হ্যাভিট এর যুগপূর্তি উদযাপন করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, র‌্যাফেল ড্র, ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী মাকসুদ ও ঢাকা।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়