ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

নাক্ষত্রিক বিকিরণের পূর্বাভাস দেবে চীনের এআই মডেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৮ মে ২০২৫  
নাক্ষত্রিক বিকিরণের পূর্বাভাস দেবে চীনের এআই মডেল

‘ফ্লেয়ার’ নামে একটি এআই মডেল তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। নক্ষত্রের বিস্ফোরণ বা স্টেলার ফ্লেয়ারের পূর্বাভাস দেবে এটি।

চায়না একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব অটোমেশন মঙ্গলবার (২৭ মে) এই ঘোষণা দেয়।

মডেলটি একাডেমির ইনস্টিটিউট অব অটোমেশন এবং ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি। সায়েন্সওয়ান নামের একটি এআই গবেষণা প্ল্যাটফর্ম ব্যবহার করে নক্ষত্রের তথ্য বিশ্লেষণ ও চৌম্বকীয় বিস্ফোরণের সম্ভাবনা নির্ধারণ করা হয়।

গবেষক চেন ইংইং জানান, নাক্ষত্রিক বিস্ফোরণ বা স্টেলার ফ্লেয়ার হলো- নক্ষত্রের চৌম্বকক্ষেত্র থেকে উদ্ভূত শক্তিশালী বিকিরণ, যা নক্ষত্রের গঠন, বিবর্তন ও বাসযোগ্য গ্রহের সম্ভাবনা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী তথ্য ও নক্ষত্রের বৈশিষ্ট্য ব্যবহার করে চীনের তৈরি ‘FLARE’ ওই বিস্ফোরণের সময় নির্ধারণে সহায়তা করে।

মডেলটির বিশেষ আর্কিটেকচারে রয়েছে ‘সফট প্রম্পট মডিউল’ ও ‘রেসিডুয়াল রেকর্ড ফিউশন মডিউল’, যা আলোক তরঙ্গ বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণীকে আরো নির্ভুল করে তোলে।

চীনা গবেষকদের ফ্লেয়ার-এর গবেষণাপত্রটি আন্তর্জাতিক এআই সম্মেলনে গৃহীত হয়েছে।

ঢাকা/হাসান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়