ঢাকা     সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩০

ডাচ-বাংলা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ১১ ডিসেম্বর ২০২২  
ডাচ-বাংলা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে লোকবল নেবে। আবেদনের জন্য লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-সফটওয়্যার।

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-সিস্টেম অ্যান্ড স্টোরেজ।

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-নেটওয়ার্কিং।

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-এটিএম/সিআরএম। 

* ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-কার্ডস অপারেশন।

পদ সংখ্যা

নির্ধারিত না।

যোগ্যতা

কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)-নেটওয়ার্কিং’ পদে আবেদনের জন্য অবশ্যই সিসিএনএ সার্টিফিকেট থাকা লাগবে।

বয়সসীমা

২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

বেতন 

৫৫,০০০ টাকা (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর ‘সিনিয়র অফিসার’ হিসেবে পদোন্নতি এবং সে অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইটের https://app.dutchbanglabank.com/Online_Job মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২২। প্রার্থীরা যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল করা হবে।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়