ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে চাকরি, পদ সংখ্যা ৯২২

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ২৩:০১, ২৯ ডিসেম্বর ২০২২
রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে চাকরি, পদ সংখ্যা ৯২২

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক/আর্থিকপ্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে মোট ৯২২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র অফিসার (জেনারেল)- (২০২১ সাল ভিত্তিক)

পদ সংখ্যা: ৯২২ (সোনালী ব্যাংকে ৩৯৩টি, জনতা ব্যাংকে ৯৪টি, অগ্রণী ব্যাংকে ১৫০টি, রূপালী ব্যাংকে ২৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১১টি, কর্মসংস্থান ব্যাংকে ১৫টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৩। আবেদনের শর্তাবলী জানতে ক্লিক করুন এখানে

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়