ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বউ পাগল মোশাররফ করিম

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৫ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বউ পাগল মোশাররফ করিম

মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক : বউ রেখে ঘর থেকে বের হতে চান না মোশাররফ করিম। কখনই বউ রেখে ঘরের বাইরে যেতে ইচ্ছে করে না তার। এ ছাড়াও মোশাররফ করিমের ভাত খেতে, কাজ করতেও ইচ্ছে করে না। তবে এটি বাস্তবে নয়। ‘আমার ইচ্ছে করে না’ নাটকে মোশাররফ করিমকে এমন চরিত্রে দেখা যাবে।

শামীম জামানের পরিচালনায় নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। আর নাটকটি লিখিছেন সালাম পাঠান। নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এটি খুব মজার চরিত্র। যদিও এ রকম চরিত্র আগে অভিনয় করেছি। তবে গল্প বলার ধরণটি ভালো লেগেছে। আশা করি, সবার ভালো লাগবে।’

এ নাটকে মোশাররফ করিমের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শখ। এ নাটক প্রসঙ্গে অভিনেত্রী শখ বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করা সব সময় আনন্দের। এই কাজটি দেখে দর্শকও আনন্দ পাবেন।’

এ ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন- আমিনুল হক হেলাল, মনিরা মিঠু, মৌসুমী সরকার প্রমুখ।

 


রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়