ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

১৭ বছর পর ওয়ানডে ফিরছে গলে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ১৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৭ বছর পর ওয়ানডে ফিরছে গলে

২০০০ সালের পর কোনো ওয়ানডে ম্যাচ হয়নি গল আন্তর্জাতিক স্টেডিয়ামে

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর ওয়ানডে ক্রিকেট ফিরছে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। আসন্ন শ্রীলঙ্কা সফরে পাঁচ ওয়ানডের প্রথম দুই ম্যাচ এই মাঠে খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

গলে এখন পর্যন্ত সাতটি ওয়ানডে ম্যাচ হয়েছে। যার সর্বশেষটি ২০০০ সালের ৬ জুলাই। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৭ রানে হারিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। দুই দলের সঙ্গে পাকিস্তানকে নিয়ে সেটি ছিল ত্রিদেশীয় সিরিজ।

দুই বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট দেখেনি হাম্বানটোটা স্টেডিয়াম। এই মাঠে হবে সিরিজের বাকি তিনটি ওয়ানডে। আর একমাত্র টেস্ট ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এই মাঠে সর্বশেষ টেস্ট হয়েছিল ২০১৩ সালে।

২০০১ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে আসছে জিম্বাবুয়ে। ৩০ জুন থেকে ১৮ জুলাইয়ের এই সফরে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই।

আগামী ৩০ জুন ও ২ জুলাই গলে হবে প্রথম দুই ওয়ানডে। ৬, ৮ ও ১০ জুলাই পরের তিন ওয়ানডে হাম্বানন্টোটায়। কলম্বোয় একমাত্র টেস্ট শুরু হবে ১৪ জুলাই থেকে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ