ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন লিওনেল মেসি

করোনার প্রভাবে ফুটবল স্থগিত হওয়ার আগে সর্বশেষ মার্চে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের সেই ম্যাচে নাপোলির মাঠে ১-১ ড্র করেছিল মেসির ক্লাব বার্সেলোনা। সেই থেকে মাঠের বাইরে ফুটবল বিশ্বের সেরা এই তারকা।

অবশেষে মধ্য জুনে আবার মাঠে খেলা ফেরার কথা স্প্যানিশ লা লিগার। ফলে শিগগিরই মাঠে নামার সুযোগ আছে মেসি ও বার্সেলোনার। তার আগে মাইন্ডফুলনেস ম্যাটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন তিনি। দিন গুনছেন মাঠে ফেরার। আবার প্রতিযোগিতায় নামতে, মৌসুম শেষ করতে উদগ্রীব ৩২ বছরের এই আর্জেন্টাইন।

পেছনের সময়টা ফেলে সামনের দিকে তাকানো উচিত হবে বলে জানিয়ে মেসি তাঁর সাক্ষাতকারে বলেন, ‘অতীতের চেয়ে ভবিষ্যতের দিকে তাকানোই ভালো। প্রতিদিন অনুশীলনের রুটিনে ফেরা, সতীর্থদের দেখা এবং প্রথম ম্যাচ- এই সব নিয়েই আমি এখন ভাবছি। আমার মনে হচ্ছে, শুরুতে এই সবকিছু একটা অদ্ভুত অনুভূতি দিবে। তবে মাঠে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’

মাঠে খেলা ফিরলেও দর্শক থাকবে না স্টেডিয়ামে। খেলোয়াড়দের সুরক্ষার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত আয়োজকদের। আর এই অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। এসব নিয়ে আর্জেন্টাইন তারকা মেসি বলেন, ‘গ্রুপ অনুশীলন অন্য সব খেলার মতই। তবে ব্যক্তিগতভাবে সবাইকে দর্শক ছাড়া মাঠে খেলার কাল্পনিক অনুশীলন করতে হবে। এটা খুব অদ্ভুত ঠেকবে দর্শকদের কাছে।’

এই সময় এসে নিজেদের মধ্যে যোগাযোগ ভালো রাখা খুব গুরুত্বপূর্ণ জানিয়ে মেসি আরও যোগ করেন, ‘অন্য যে কোনো সময়ের চেয়ে দলের সঙ্গে এখন যোগাযোগ রাখা বেশি গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আমরা ভার্চুয়ালি এক হচ্ছি, পরস্পরের সঙ্গে কথা বলছি, দেখছি। প্রতিদিন আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলছি।’

লা লিগায় এখনও ১১ রাউন্ডের খেলা বাকি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১২ মার্চ স্থগিত হয় স্প্যানিশ এই লিগটি। অবশেষে গত ৮ মে থেকে একক পর্যায়ে অনুশীলনে ফেরা শুরু করে ক্লাবগুলো। আর গত সপ্তাহ থেকে শুরু হয় গ্রুপ অনুশীলন। স্প্যানিশ লিগ শুরুর সঠিক সূচি এখনও ঠিক হয়নি। তবে আগামী ১১ জুন রিয়াল বেটিস-সেভিয়া ম্যাচ দিয়ে লা লিগা মাঠে ফেরানোর আশা করছেন প্রতিযোগিতাটির প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়