ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সমবেদনা জানিয়ে উল্টো সমালোচনার শিকার কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সমবেদনা জানিয়ে উল্টো সমালোচনার শিকার কোহলি

সম্প্রতি ভারতের কেরালায় ১৫ বছর বয়সী একটা হাতি মারা যায়। যে কিনা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। হাতিটি মারা যাওয়ার কারণ ছিল মানুষের মনুষত্ব্য অবক্ষয়। হাতিটি একটি গ্রামে ঢুকে পড়লে কেউ একজন হাতিটিকে বারুদ ভর্তি একটা আনারস খেতে দেয়। আনারসটি খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে হাতিটি। পরবর্তীতে ২৭ মে নদীর মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় মারা যায় হাতিটি।

আর এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। ছুঁয়ে গেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকেও। আর এই ঘটনায় নিজের অবস্থান থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে সমবেদনা জানিয়েছেন কোহলি। কোহলির এমন বিবৃতির জন্য অনেকে তাকে সমর্থন জানিয়েছেন। তবে বেশিরভাগ ভক্ত করেছেন কোহলির সমালোচনা। তাদের মতে, কেবল হাতির এই মৃত্যু নাড়িয়ে গেছে কোহলিকে? দেশজুরে ঘটে যাওয়া অন্য ঘটনায় কি টনক নড়ে না কোহলির? 

নিজের টুইটার অ্যাকাউন্টে কোহলি লিখেছেন, ‘কেরালায় যে ঘটনা ঘটেছে এটা শুনে আমি হতবাক হয়ে গেছি। আমাদের আশেপাশের প্রাণি গুলোকে আরও ভালোবাসা উচিত। আর এমন কাপুরুষের মতো আচরণের সমাপ্তি ঘটানো উচিত।’

তবে কোহলির এই বিবৃতির নিচে ম্যারিয়েন নামের একজন লিখেছেন, ‘কিছুদিন আগে বনবিভাগ ৩০টি নীলগাইকে পুড়িয়ে মেরেছে। কোহলির কী তবে সে ঘটনায় কোনো প্রকারের টনক নড়েনি।’ অন্য আরেকজন লিখেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া দিল্লি বিদ্রোহে এত মানুষ মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি কি দেখোনি? আশা করি, সে বিষয়েও নিজের মতামত দিবে।’

এছাড়া আরেকজন লিখেছেন, ‘এইতো মাত্র কিছুদিন আগে ট্রেনের ধাক্কায় ১৬ জন প্রবাসী শ্রমিক মারা গেছেন। তাদের নিয়েও কিছু বলুন কোহলি।’ ঠিক একই বিষয়ে আরেকজন কোহলিকে উদ্দেশ্য করে লিখেন, ‘আমি আপনার এমন সমর্থনের সঙ্গে আছি। তবে আমি আশা করি, কোহলি সে সব অসহায় প্রবাসী শ্রমিকদের কথাও বলবে, অন্য ক্ষেত্রে নিগৃহীত মানুষের কথাও তুলবে।’



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়