ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা পদক পাচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ৫ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাধীনতা পদক পাচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল

ফাইল ফটো-স্বাধীন বাংলা ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার
ঢাকা, ৫ নভেম্বর: স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ও দলের সদস্য ফুটবলার কাজী সালাউদ্দিন ক্রীড়া ব্যাক্তিত্ব হিসেবে স্বাধীনতা পদক পেয়েছেন অনেক আগেই। তবে এই পদক পায়নি খোদ স্বাধীন বাংলা ফুটবল দল।

বিগত ৪২ বছরে এই পদকের অতৃপ্তি নিয়ে দলের সদস্যরা অভিমান চেপে ছিলেন। অনেকেই সেই আক্ষেপ বুকে নিয়ে চলে গেছেন আর না ফেরার দেশে। সুখবর হলো স্বাধীনতার দীর্ঘ ৪২ বছর পেরিয়ে অবশেষে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হতে যাচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল।

এবার স্বাধীনতা পদকের জন্য বাফুফের কাছে মনোনয়ন চেয়েছে সরকার। এই পদকের জন্য স্বাধীন বাংলা ফুটবল দলকে মনোনীত করেছে বাফুফে। খুব শীঘ্রই চিঠি দিয়ে তাদের এই মতামত জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়ে দেবে বাফুফে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, ‘আমাদের কাছে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পদকের জন্য মনোয়ন চেয়েছে সরকার। গত বছর আমরা কারো নাম প্রস্তাব না করলেও এবার স্বাধীন বাংলা ফুটবল দলকে স্বাধীনতা পুরস্কার দেয়ার জন্য মনোনীত করেছি। দেরিতে হলেও স্বাধীন বাংলা ফুটবল দল স্বাধীনতা পদকের দাবিদার।’

এক নজরে স্বাধীন বাংলা ফুটবল দল
১. মো. জাকারিয়া পিন্টু (অধিনায়ক), ২. প্রতাপ শংকর হাজরা (সহ-অধিনায়ক), ৩. আইনুল হক, ৪. শাহজাহান আলম, ৫. আলী ইমাম (প্রয়াত), ৬. মো. কায়কোবাদ, ৭. সুভাষ সাহা, ৮. অমলেশ সেন, ৯. শেখ আশরাফ আলী, ১০. এনায়েতুর রহমান খান, ১১. শেখ মনসুর আলী লালু, ১২. সাঈদুর রহমান প্যাটেল, ১৩. বিমল কর, ১৪. শেখ তসলিম উদ্দিন, ১৫. আবদুল মমিন জোয়ারদার, ১৬. ফজলে সাইদান খোকন, ১৭. কাজী সালাহউদ্দিন (তুর্য হাজরা), ১৮. কে এম নওশেরুজ্জামান, ১৯. আমিনুল ইসলাম সুরুজ, ২০. নীহার কান্তি দাস, ২১. লুৎফর রহমান, ২২. গোবিন্দ কুণ্ডু, ২৩. আবদুল হাকিম, ২৪. সঞ্জিত কুমার দে, ২৫. মজিবুর রহমান, ২৬. আবদুস সাত্তার, ২৭. মনিরুজ্জামান (প্রয়াত), ২৮. মাহমুদুর রশীদ, ২৯. অনিরুদ্ধ, ৩০. তানভীর মাজহার মান্না (ম্যানেজার), ৩১. ননী বসাক (কোচ)।

রাইজিংবিডি/এলএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়