ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়েন রুনি গ্রেফতার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েন রুনি গ্রেফতার

ক্রীড়া ডেস্ক : এভারটনের তারকা খেলোয়াড় ওয়েন রুনিকে গ্রেফতার করেছে চেশায়ার পুলিশ। মদ্যপান করে গাড়ী চালানোর কারণে তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। তারপর থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এখনো তিনি থানাতেই আছেন।

মূলত বৃহস্পতিবার রাতে তার বাসা থেকে কয়েক মাইল দূরের একটি পানশালায় মদ্যপান করেন রুনি। এরপর সেখানে টেবিলের উপরে উঠে নাচানাচি করেন। হেরে গলায় গান গায়। সেখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন রুনি। কিন্তু চেশায়ারে তার বাসার কাছেই তাকে গ্রেফতার করে পুলিশ।

মেট্রোর দেওয়া তথ্যমতে পুলিশ যখন রুনির গাড়ি থামায় তখন রুনি এলোমেলো কথা বলছিল। তার কথা আটকে যাচ্ছিল। চোখ ছিল লাল। ঠোঁটে লাল মদ লেগে ছিল। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

চলতি দলবদল মৌসুমে রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে শৈশবের ক্লাব এভারটনে যোগ দেন। তার বাসা থেকে হাঁটা দূরত্বে এভারটনের অনুশীলন মাঠ। তবে রুনি ১২ বছর ধরে চেশায়ারে বাস করছেন। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা।



রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়