টাইগারদের প্রধান নির্বাচক ফারুক আহমেদ
স্পোর্টস রিপোর্টার || রাইজিংবিডি.কম
ফাইল ফটো- প্রধান নির্বাচক ফারুক আহমেদ
স্পোর্টস রিপোর্টার
ঢাকা, ১০ ডিসেম্বর: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ।
২০১৫ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক অধিনায়ক আকরাম খান বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই পদটি শূণ্য হয়ে আছে। এ আসনেই বসবেন ফারুক আহমেদ। তবে এর আগেও তিনি জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী দুই বছরের জন্য আমরা ফারুক আহমেদকে প্রধান নির্বাচক নির্বাচিত করেছি। তার সঙ্গে থাকছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমন।’
ফারুক আহমেদকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিলেও জাতীয় দলের সহ-অধিনায়কের বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। সভাপতি জানিয়েছেন কিছুদিনের মধ্যেই মুশফিকের ডেপুটির নাম ঘোষণা করবে বোর্ড।
রাইজিংবিডি / ইএইচ / লিমন
রাইজিংবিডি.কম