ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধোনির মতো কেউ হতে পারবে না: রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ধোনির মতো কেউ হতে পারবে না: রোহিত

দুই অধিনায়কের মধ্যে তুলনা পছন্দ করেন না রোহিত শর্মা। বিশেষ করে দলের ভেতরের কেউ দুই অধিনায়কের মধ্যে তুলনা করুক এমনটা প্রত্যাশা করেন না তিনি।

সম্প্রতি সুরেশ রায়না সুপার ওভার পোডকাস্ট অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী এমএস ধোনি।’ রায়নায় মন্তব্য শুনেছিলেন রোহিত। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি এ হার্ডহিটার।

সোমবার টুইটারে রায়নার মন্তব্য নিয়ে এক ভক্তের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘হ্যাঁ আমি সুরেশ রায়নার মন্তব্য শুনেছি। এমএস ধোনি হলেন এক ধরণের এবং কেউই তাঁর মতো হতে পারে না এবং আমি বিশ্বাস করি যে তুলনা এমনভাবে করা উচিত নয়। প্রতিটি ব্যক্তি আলাদা এবং তার আলাদা শক্তি এবং দুর্বলতা রয়েছে।’

এর আগে গত সপ্তাহে রোহিত শর্মার ধীরতা ও নেতৃত্ব দক্ষতাকে ধোনির সঙ্গে তুলনা করেন রায়না। তার পর্যবেক্ষণ, ধোনির মতো অসাধারণ একজন অধিনায়ক রোহিত শর্মা। এরই মধ্যে রোহিত চারটি আইপিএল শিরোপা জিতেছে। আইপিএলে দুইজনের জয়ের পরিসংখ্যানও ঈর্ষণীয়। কমপক্ষে ৩০ ম্যাচে অধিনায়ক করেছে এমন অধিনায়কের তালিকায় ধোনির জয়ের শতাংশ ৬০.১১ এবং রোহিতের রয়েছে ৫৮.৬৫ শতাংশ।

এছাড়া রোহিত এরই মধ্যে নিদাহাস ট্রফি, এশিয়া কাপ শিরোপা জিতেছেন। ১০ ওয়ানডে ও ১৯ টি-টেয়োন্টিতে তার জয়ের পরিসংখ্যান যথাক্রমে ৮টি ও ১৫টি। রায়না তার অধিনায়কত্বে মুগ্ধ হয়ে বলেন, ‘আমি তার অধিনায়কত্ব দেখেছি। যথেষ্ট ধৈর্যশীল। অন্যের কথা শুনতে পছন্দ করে। অন্যদের উদ্ধুদ্ধ করতে পারে। সে একজন পারফর্মার। যখন একজন অধিনায়ক নিজ দলকে সামনে থেকে নেতৃত্ব দেয় তখন ড্রেসিংরুম ফুরফুরে পরিবেশ চলে আসে। অধিনায়ক আরো সস্মানিত হয়। রোহিতের এ সকল গুণ রয়েছে।’

ধোনির সঙ্গে তুলনা করে রায়না আরো বলেন, ‘ধোনি অসাধারণ। রোহিত তার মতোই। দুইজনই আইপিএলের একাধিক শিরোপা জিতেছেন। দুইজনই সতীর্থদের কথা শুনতে পছন্দ করে। যখন আপনার অধিনায়ক আপনার কথা শুনে তখন আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আপনি খেলোয়াড় হিসেবে তার থেকে ভালো সমীহ পান। আমার কাছে দুইজনই ধ্রুদী অধিনায়ক।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়