সিপিএল থেকে আইপিএলে তিন আফগান
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

চলছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) । সিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পরপর দুই ফ্রাঞ্চাইজি ক্রিকেট অনুষ্ঠিত হওয়ায় ব্যস্ত আন্তর্জাতিক তারকারা। বিশেষ করে যারা টি-টোয়েন্টি ক্রিকেট ফেরি করে বেড়ায় তাদের তো দম ফেলার ফুরসত নেই।
আফগানিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও রশিদ খান রয়েছেন সেই তালিকায়। সিপিএল খেলার পরপরই সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরতে হবে ত্রয়ীর। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আইপিএল শুরুর আগেই আফগানিস্তানে শোপেজা টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে। ঘরের মাঠে সেই টুর্নামেন্টে খেলবেন না তিন তারকা।
আফগানিস্তানের ছয় ক্রিকেটার খেলছেন সিপিএল। ত্রিনিবাগোতে পৌঁছতে চাটার্ড বিমান নিয়েছিলেন তারা। সংযুক্ত আরব আমিরাতে যেতে অবশ্য ব্যক্তিগত বিমান ভাড়া করার উপায় নেই। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। দেশের মাটিতে শোপেজা টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিলে আইপিএলের শুরুর দিকে থাকতে পারবেন না নবী, রশিদ ও মুজিব। এ জন্য বোর্ড থেকেই ছাড় পেয়েছেন তারা।
ঢাকা/ইয়াসিন
আরো পড়ুন