ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছেন সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:২৬, ২২ সেপ্টেম্বর ২০২০
ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছেন সুয়ারেজ

লুইস সুয়ারেজকে দলে টানার আগ্রহ ফুরিয়ে গেছে জুভেন্টাসের। কিন্তু উরুগুয়ান স্ট্রাইকারকে নিতে তাদের যে প্রচেষ্টা তাতে গলদ পাওয়া গেছে। ফাঁস হওয়া প্রশ্নে নাকি ইতালিয়ান নাগরিকত্ব পাওয়ার পরীক্ষা দিয়েছেন বার্সেলোনার তারকা। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ওয়েবসাইট গোল ডটকম।

সুয়ারেজের বিরুদ্ধে অভিযোগ, ইতালিয়ান নাগরিক পাওয়ার পরীক্ষা কী প্রশ্ন আসবে এবং উত্তর কী দিতে হবে আগেই জানতেন উরুগুয়ান স্ট্রাইকার। এমনকি পরীক্ষার ফলও আগে থেকে নির্ধারণ করা ছিল। এই ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা পেরুজিয়া প্রসিকিউটরের দপ্তর মঙ্গলবার বলেছে, ‘শিক্ষকদের সহায়তায় প্রতারণা করে ইতালিয়ান ভাষা পরীক্ষায় বার্সা ফরোয়ার্ড সুয়ারেজ পাস করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।’

ইতালিয়ান ফুটবলের নিয়ম অনুযায়ী, এক মৌসুমে ইউরোপিয়ান নন এমন খেলোয়াড় দুজনের বেশি নেওয়া যায় না। সেই কোটা পূরণ হওয়ায় ইতালির নাগরিকত্ব নিয়ে জুভেন্টাসে যেতে হতো সুয়ারেজকে। তাই নাগরিক হতে ‘বি ওয়ান’ পরীক্ষা দিতে বসেছিলেন তিনি। দারুণভাবে উতরেও যান তিনি। কিন্তু ভিসা কার্যক্রম সম্পন্ন হওয়ার আগেই দল ঘোষণা করায় তাকে আর টানেনি ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

পেরুজিয়ার প্রসিকিউটর অফিস ও গাউরদিয়া দি ফিনাঞ্জা এই পরীক্ষায় অনিয়মের অভিযোগে তদন্ত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, ‘তদন্তের প্রাথমিক পর্যায়ে ইতালিয়ান নাগরিকত্ব পাওয়ার পরীক্ষায় লুইস সুয়ারেজের বিরুদ্ধে অনিয়ম করার ব্যাপার উঠে এসেছে। জানা গেছে, পরীক্ষায় কী প্রশ্ন হবে এবং স্কোর কত হবে তা আগে থেকে নির্ধারিত ছিল। এই অভিযোগের সত্যতা খুঁজে পেতে চেষ্টা করা হবে।’

তদন্তকারীদের নজরদারিতে থাকা স্তেফানিয়া স্পিনা বলেছেন, ‘আপনারা কী মনে করেন, আমরা তাকে ফেল করাবো? অবশ্যই তিনি পাস করবেন, কারণ প্রত্যেক মৌসুমে যার বেতন এক কোটি ইউরো তাকে আপনি কখনও ফেল করাতে পারেন না। এমনকি তিনি যদি অসমাপিকা ক্রিয়ার ব্যবহার না জানেন কিংবা গুছিয়ে কথা নাও বলতে পারেন, তারপরও তাকে পাশ করাতেই হবে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়