ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মোদি সরকারের আমলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব: আফ্রিদি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
মোদি সরকারের আমলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব: আফ্রিদি

বহুদিন ধরে হচ্ছে না ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। ক্রিকেটপ্রেমীরা মিস করেন এই দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই। শনিবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি জানিয়েছেন নরেদ্র মোদি সরকারের আমলে ভারত-পাকিস্তানের মধ্য দ্বিপাক্ষিক সিরিজ অসম্ভব।

আরব নিউজকে আফ্রিদি বলেছেন, ‘পাকিস্তান সরকার দ্বিপাক্ষিক সিরিজের জন্য সর্বদা প্রস্তুত। কিন্তু ভারতের বর্তমান সরকারের আমলে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হওয়ার সুযোগ নেই। আর এই সরকারের আমলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও সম্ভব নয়।’

সবশেষ ২০১৩ সালের জানুয়ারি মাসে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তান। এরপর থেকে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট ব্যতিত আর মুখোমুখি হয়নি ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান।

আফ্রিদি জানিয়েছেন ভারতের মাটিতে খেলাটা তিনিও মিস করেন, ‘কোনো সন্দেহ নেই যে আমরা ভারতের মাটিতে খেলতে পছন্দ করি। সেখানে খেলাটা উপভোগও করি আমরা। ভারতের ক্রিকেট ভক্তদের কাছ থেকে আমি যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি সেটা প্রশংসনীয়। এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ভারতের ভক্ত-সমর্থকদের কাছ থেকে মেসেজ পাই। অনেককে মেসেজের রিপ্লেও দিই। আমি বিশ্বাস করি ভারতের মাটিতে আমার অভিজ্ঞতা সব সময়ই ভালো ছিল।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়