ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরিসংখ্যানে এবারের আইপিএল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১১ নভেম্বর ২০২০  
পরিসংখ্যানে এবারের আইপিএল

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে চলতি বছর ভেস্তে যেতে বসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। কিন্তু বিশ্বকাপ এক বছরের জন্য পিছিয়ে যাওয়াতে অবশেষে মাঠে গড়ায় আইপিএল। তবে করোনা বাস্তবতা মাথায় রেখে ভারত নয় আরব আমিরাতে কোয়ারেন্টাইন মেনে আয়োজিত হয় আসরটি।

গত আসরের মতো এবারও আধিপত্য দেখিয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। দুবাইতে অনুষ্ঠিত ফাইনালে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে জয় নিজেদের করে নিয়েছে মুম্বাইয়ের এই ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ অষ্টম আসরের মধ্যে মুম্বাইয়ের এটি পঞ্চম শিরোপা।

এবারের আসরে প্রথমবারের মতো ফাইনালে ওঠা দিল্লি পেয়েছে প্রতিযোগিতার ইতিহাসে নিজেদের সেরা অবস্থান। রানার্স আপ হয়েছে শ্রেয়াস আইয়ারের দল। তৃতীয় স্থান অর্জন করেছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। যথারীতি তেরোতম আসরেও শিরোপা জয়ে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার হয়েছে চতুর্থ।

পরিসংখ্যানে এবারের আইপিএল রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো

সর্বোচ্চ রান: ৬৭০ রান, লোকেশ রাহুলের। এছাড়া ছয়শ রান ছাড়িয়েছেন কেবল শিখর ধাওয়ান। দিল্লির এই ওপেনারের সংগ্রহ ৬১৮ রান। আর পাঁচশ ছাড়িয়েছেন ডেভিড ওয়ার্নার, শ্রেয়াস আইয়ার, ইশান কিষান ও কুইন্টন ডি কক।

সর্বোচ্চ উইকেট: ৩০ উইকেট, কাগিসো রাবাদা। এই পেসার দুই উইকেটের জন্য ডোয়াইন ব্রাভোর প্রতিযোগিতাটির রেকর্ড ৩২ উইকেটে ভাগ বসাতে পারেননি। এছাড়া জাসপ্রিত বুমরাহ ২৭টি ও ট্রেন্ট বোল্ট ২৫ উইকেট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: অপরাজিত ১৩২ রান, লোকেশ রাহুলের।

সর্বোচ্চ শতক: ২টি, শিখর ধাওয়ানের।

সর্বোচ্চ দলীয় স্কোর: ২২৮/৪, দিল্লি ক্যাপিটালস।

সর্বনিম্ন দলীয় স্কোর: ৮৪/৮, কলকাতা নাইট রাইডার্স।

দ্রুততম ফিফটি: ১৭ বলে, নিকোলাস পুরান।

দ্রুততম শতক: ৪৫ বলে, মায়াঙ্ক আগারওয়াল।

সর্বোচ্চ ছয়: ৩০টি, ইশান কিষান।

সবচেয়ে বড় ছয়: ১০৬ মিটার, নিকোলাস পুরান।

দ্রুততম বল: ১৫৬.২ কি.মি, আনরিখ নরতিয়ে।

সেরা বোলিং ফিগার: ৫/২০, ভরুণ চক্রবর্তীর।

সর্বোচ্চ ক্যাচ: ১৩, ফাফ ডু প্লেসি ও ডেভিড ওয়ার্নার।

এছাড়াও এবারের আসরে আইপিএলে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মাহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়