ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

চেলসির বিপক্ষে মহারণের আগে ধাক্কা খেলো অ্যাটলেটিকো 

ক্রীড়া ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২১:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২১
চেলসির বিপক্ষে মহারণের আগে ধাক্কা খেলো অ্যাটলেটিকো 

চলতি মৌসুমে দারুণ কাটছে অ্যাটলেটিকো মাদ্রিদের। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দ্য রেড অ্যান্ড হোয়াইটসরা। এবার তাদের চোখ উয়েফা চ্যাম্পিয়নস লিগে (ইউসিএল)। নকআউট পর্বে এই ফেব্রুয়ারিতেই দলটি মুখোমুখি হবে চেলসির।

এর আগেই ধাক্কা খেলো দলটি। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জোয়াও ফেলিক্স আক্রান্ত হন করোনাভাইরাসে। বুধবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করে অ্যাটলেটিকো। 

ফেলিক্স এখন সেলফ-আইসোলেশনে। এভাবে তাকে থাকতে হবে ১০ দিন। রোববারও তিনি কাদিজের বিপক্ষে খেলছেন ৬০ মিনিট। দুই দিন না পেরোতেই তার শরীরে ধরা পড়ে করোনা। 

ইউসিএলের চলতি মৌসুমের গ্রুপ পর্বে দারুণ কেটেছে ফেলিক্সের। ছয় ম্যাচে গোল করেছেন তিনটি। রেড বুল শালজবার্গের বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতান ৩-২ গোলে। 

দলটির কোচ দিয়েগো সিমিওন আশা করছেন, চেলসির বিপক্ষে ম্যাচের আগেই তাকে ফিট অবস্থায় দলে পাবেন। চেলসির বিপক্ষে প্রথম লেগের খেলা হবে ১৬ ফেব্রুয়ারি।  ১০দিন আইসোলেশনে থাকার পর ফেলিক্স খেলতে পারবেন কী না তা বলে দেবে সময়। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ