ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

নতুন পরিচয়ে আইপিএলে পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
নতুন পরিচয়ে আইপিএলে পাঞ্জাব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসরে নতুন নামে আসছে কিংস ইলেভেন পাঞ্জাব। এপ্রিলের দ্বিতীয় আসরে শুরু হতে যাওয়া লিগের ১৪তম আসরে দলটি পাঞ্জাব কিংস নামধারণ করবে।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যতদূর জানা গেছে, অনুমোদনও পেয়ে যাবে তারা।

নাম পাল্টানোর কারণ জানায়নি এই ফ্র্যাঞ্চাইজির কোনও মালিক কিংবা কর্মকর্তা। কিন্তু দলটির কর্মকর্তারা ভারতীয় ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজকে নাম পরিবর্তনের ব্যাপারে নিশ্চিত করেছে। ১৮ ফেব্রুয়ারি নিলামের আগেই মুম্বাইয়ে একটি বড় করে অনুষ্ঠান করবে তারা, সেখানেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

চেন্নাইয়ে হতে যাওয়া নিলামেই পাঞ্জাব কিংস নামে আত্মপ্রকাশ করবে তারা। অবশ্য এমন কিছুর আভাস পাওয়া গিয়েছিল। বিসিসিআই কদিন আগে মোহালিভিত্তিক এই দলকে পাঞ্জাব কিংস হিসেবে সম্বোধন করেছিল।

মোহিত বুরমান, নেস ভাদিয়া, প্রীতি জিনতা ও করন পলের যৌথ মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি ২০০৮ সাল থেকে লড়াই করছে। উদ্বোধনী আসরে খেলেছিল সেমিফাইনাল, আর একবার হয়েছিল রানার্স আপ; তাও ৭ বছর আগে। এছাড়া আর কোনও সাফল্য নেই তাদের।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়