Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

বার্সাকে বলে-কয়ে হারালেন এমবাপে! 

ক্রীড়া ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২১
বার্সাকে বলে-কয়ে হারালেন এমবাপে! 

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বিপক্ষে খেলতে নেমেছিলেন। সেরা তারকার বিপরীতে নেমে নিজের স্বকীয়তা হারাননি। পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে যেনো আরও জ্বলে উঠলেন।

ন্যু ক্যাম্পে লিওনেল মেসিদের ডেরায় এসে তাদের উড়িয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়। এমবাপের পায়ের জাদুতে তাই করে দেখালেন। দলে ছিলেন না পিএসজির মূল অস্ত্র নেইমার জুনিয়র। তার অনুপস্থিতিও বুঝতে দেননি এই ফরাসি ফরোয়ার্ড।

এমবাপের হ্যাটট্রিকে ৪-১ গোলে হারানোর পর সংবাদমাধ্যমে কথা বলেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। তখন তিনি প্রকাশ করেন তার সঙ্গে এমবাপের হওয়া একটি কথোপকথন। কী কথা হয়েছিল তাদের মধ্যে? কোচ জানান এমবাপে মাঠে নামার আগেই বলেছে বার্সাকে হারাবে।

পচেত্তিনো বলেন, 'গতকাল অনুশীলনের সময় এমবাপে আমায় জিজ্ঞেস করে, ‘ন্যু ক্যাম্পে আমি কতবার জিতেছি? আমি বললাম, ১বার।  তারপর সে বলল, আজ রাতে ২য় বারের মত জিততে যাচ্ছেন।' 

শেষ পর্যন্ত তাই ঘটেছে। মেসি-গ্রিজম্যানদের ছাপিয়ে সব আলো কেড়ে নিয়ে দলকে জিতিয়ে ছেড়েছেন মাঠ। বলে কয়ে বার্সাকে হারিয়ে কোচকেও এনে দিয়েছেন জয়ের স্বাদ।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়