ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বাংলাদেশ গেমসের প্রথম সোনা ইমতিয়াজের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৩১ মার্চ ২০২১   আপডেট: ২০:৩৯, ৩১ মার্চ ২০২১
বাংলাদেশ গেমসের প্রথম সোনা ইমতিয়াজের

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনার পদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফেন্সার মো. ইমতিয়াজ।

ইপি একক ইভেন্টে সোনা জয়ের উল্লাস করেন ইমতিয়াজ। এ ইভেন্টে রুপা জিতেছেন আনসারের সাগর খান। দুটি ব্রোঞ্জ জিতেছেন আনসারের শরিফুল ইসলাম ও বিজিবির আবদুর রহিম।

বুধবার (৩১ মার্চ) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসারের সাগর খানকে হারিয়ে সোনা জয় করেন ইমতিয়াজ।

একক ইভেন্টে প্রথম সোনা জয়ের পর ইমতিয়াজের দৃষ্টি টোকিও অলিম্পিকের বাছাইয়ে। এ ফেন্সার বলেছেন, ‘বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। সামনেই টোকিও অলিম্পিকের বাছাই পর্ব হবে উজবেকিস্তানে। ফেডারেশন পাঠালে, আমি সেখানে যেতে চাই।’ 

ফেন্সিংয়ের খেলা মঙ্গলবার (৩০ মার্চ) শুরু হয়েছে, চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এ ডিসিপ্লিনের খেলাগুলো মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হচ্ছে।

ঢাকা/আমিনুল/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়