ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডাসেনের অভিষেক সেঞ্চুরিতে দ.আফ্রিকার পাল্টা চ্যালেঞ্জ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ২ এপ্রিল ২০২১  
ডাসেনের অভিষেক সেঞ্চুরিতে দ.আফ্রিকার পাল্টা চ্যালেঞ্জ 

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নেমে শুরুতেই ধস নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে। তবে ঘুরে দাঁড়াতেও সময় নেয়নি স্বাগতিকরা। রাসি ফন ডার ডাসেনের অভিষেক সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে উল্টো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে প্রোটিয়ারা।

শুক্রবার (২ এপ্রিল) সেঞ্চুরিয়নে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫৫ রানে চার উইকেট হারিয়ে ফেলে তেম্বা বাভুমার দল। শেষ পর্যন্ত ডাসেনের অপরাজিত অভিষেক সেঞ্চুরিতে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে ২৭৩ রানে থামে দ. আফ্রিকা।

দুই ওপেনার অ্যাইডেন মার্করাম ১৯ ও কুইন্টন ডি কক ফেরেন ২০ রান করে। তাদের অনুসরণ করে বাভুমাও ফেরেন ১ রান করে। হ্যানরিখ ক্লাসেনও একই পথের পথিক। তার ব্যাট থেকে আসে ১ রান।

বিপর্যয়ের মুহুর্তে ডেবিড মিলারকে সঙ্গে নিয়ে শতাধিক রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন ডাসেন। মিলার ৫৬ বলে বরাবর ৫০ করে সাজঘরে ফিরলে ভাঙে এই ১১৬ রানের জুটি। মিলার ফিফটি করে ফিরলেও ডাসেন ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ১২৩ বলে। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ১টি ছয়ের মারে।

ডাসেনের উইকেট শেষ পর্যন্ত নিতে পারেননি পাকিস্তানি বোলাররা। অপরাজিত থাকেন ১২৩ রান করে। এ ছাড়া অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো ২৯ রান করেন। কাগিসো রাবাদা ১৭ রান করে ডাসেনের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়