ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবর যেখানে দ্রুততম সেখানে ডুসেন সবচেয়ে ‘বুড়ো’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৩ এপ্রিল ২০২১  
বাবর যেখানে দ্রুততম সেখানে ডুসেন সবচেয়ে ‘বুড়ো’

সেঞ্চুরিয়ানে গতকাল রোমাঞ্চকর ম্যাচ জিতেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে ম্যাচের শেষ বলে হারিয়েছে ৯২-র ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান দলে একজন করে পেয়েছেন সেঞ্চুরি। দুজনই তিন অঙ্কের ইনিংসে রেকর্ড বইয়ে নিজেদের নাম তুলেছেন। 

দক্ষিণ আফ্রিকার ভন ডার ডুসেন ১২৩ রানের নজরকাড়া ইনিংস খেলেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড গড়েন ডানহাতি ব্যাটসম্যান। সেঞ্চুরি পাওয়ার দিনে ডুসেনের বয়স ৩২ বছর ৫৪ দিন। ১৯৯৫ সালে স্বদেশী মাইক রিনডেল সেঞ্চুরি করেছিলেন ৩১ বছর ৩৩৭ দিনে। এছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক ৩৩ বছর ৩২৫ ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন। তবে তিনি ম্যাচটি খেলেছিলেন আফ্রিকা একাদশের হয়ে। 

আরো পড়ুন:

ডুসেনের সেঞ্চুরির জবাবে বাবর আজম করেছেন ১০৩ রান। তার ১৩তম সেঞ্চুরি ওয়ানডে ক্রিকেট দ্রুততম। ৭৬ ইনিংসে বাবর আজম পেয়েছেন ১৩তম সেঞ্চুরি। হাশিম আমলা ১৩তম সেঞ্চুরি পেয়েছিলেন ৮৩ ইনিংসে। এছাড়া নারী ক্রিকেটার অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ১৩তম সেঞ্চুরি পেয়েছিলেন ৭৬ ইনিংসে। 

এছাড়া দুই দলের ম্যাচে আরও কিছু রেকর্ডও হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ২৭৩ রান করেছিল। পাকিস্তান শেষ বলে জয় নিশ্চিত করে। এর আগে তারা সর্বোচ্চ ২৬৭ রান তাড়া করেছিল। 

ষষ্ঠবারের মতো পাকিস্তান ক্রিকেট দল শেষ বলে কোনো ওয়ানডে ম্যাচ জিতেছে। তাদের ওপরে রয়েছে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ও ইমাম উল হক দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৭ রান তোলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা পাকিস্তানের দ্বিতীয় সেরা জুটি। ২০০২ সালে আব্দুর রাজ্জাক ও সেলিম এলাহী ২৫৭ রানের রেকর্ড জুটি করেছিলেন। 

ঢাকা/ইয়াসিন    

সর্বশেষ

পাঠকপ্রিয়